দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে ইছামতী নদীর ওপর নির্মিতব্য ২৭০ মিটার ব্রিজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এনিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে নথিপত্র পর্যালোচনা করে এবং পরে বান্দুরা এলাকায় ব্রিজ নির্মাণস্থল সরেজমিনে ঘুরে দেখেন। এসময় বেরিয়ে আসে এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, ৯টি স্প্যানের মধ্যে ৮টির কাজ শেষ হলেও আর্চ স্প্যানের কাজ বাকি রয়েছে। কিন্তু প্রকল্প নথিতে ৯৫ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি ৮৪ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলেছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডি ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে চলতি অর্থবছরে তিনি কাজ শেষ না করেই দৃষ্টিনন্দন স্কুল প্রকল্পে ৩০ কোটি, কেরানীগঞ্জ প্রকল্পে আরও ৩০ কোটি এবং বান্দুরা ব্রিজে ৫ কোটি টাকা অগ্রিম বিল দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া মোবাইল মেইনটেনেন্সের নামে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।