নিজস্ব প্রতিনিধি.
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা হলেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা ড. আবুল হোসেন খন্দকার। মঙ্গলবার নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির এক মতবিনিময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশিম মোল্লা ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভায় ড. আবুল হোসেন খন্দকারকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।
এ সময় প্রধান উপদেষ্টাকে ফুল দিয়ে বরন করা হয়। শুরুতেই তিনি গঠনের কার্যক্রমে আরো গতি আনতে রাজধানী ঢাকায় অফিস ব্যবহার করার জন্য খন্দকার ল অ্যান্ড লেক্সিকন এর অফিস ব্যবহার করার অনুমতি দিয়েছেন। খুব শিগগিরই ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি মহোদয়ের সহযোগিতায় নৌকা বাইচ আয়োজন করার জন্য চেষ্টা করবেন বলে তিনি জানান।
সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ আবুল হোসেন খন্দকার বলেন, নৌকা বাইচ বাংলার কৃষ্টি কালচারের অন্যতম একটি অংশ। হাজার বছর ধরে এদেশে নৌকা বাইচ গ্রামবাংলায় স্থানীয়দের সহযোগিতা আয়োজিত হচ্ছে। বাংলাদেশের সব আয়োজক নৌকার মালীদের সঙ্গে কথা বলে একই প্লাটফর্মে কাজ করার আহ্বান জানান তিনি। নবাবগঞ্জ ও মানিকগঞ্জের বিভিন্ন নদীতে আয়োজিত নৌকা বাইচে কিছু উশৃংখল দর্শকরা ইঞ্জিন চালিত ট্রলার ও স্পিডবোট নদীতে এলোমেলো ভাবে চলাফেরা করে। এ কারণে কোমরগঞ্জ বাইছে দুটি নৌকা ডুবে যায় । বউ কষ্টের নৌকাগুলো তোলা হয়েছে। আমি উশৃঙ্খ দর্শকদের হুঁশিয়ারি করে বলতে চাই নৌকা বাইচের শুরুর পর ইঞ্জিন চালিত কোন ট্রলার স্পিডবোর্ড না চালানোর জন্য অনুরোধ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীতভাবে আহবান করছি বাইচে যেসব ট্রলার ও স্পিডবোট এলোমেলো ভাবে রেস চালানোর সময় চলাচল করবে তাদের বিরুদ্ধে আইননানুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটিকে আমাকে সংগঠনের প্রধান উপদেষ্টা করার জন্য। চেষ্টা করব সারা বাংলাদেশ নৌকা বাইচের ঐতিহ্যকে টিকিয়ে রাখা রাখার জনয় কাজ করব।
মত বিনিময়েসহ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, সহ-সভাপতি বাদল, মেহেদী হাসান মিশাল, দপ্তর সম্পদ ইহসান আন নূর, সিনিয়র সাংবাদিক মো আলম হোসেন, সাবেক মেম্বার শিলু প্রমুখ।