দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে নদী থেকে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম দুলালের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
মঙ্গলবার সকালে ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের বৈন্যা প্রসাদ পূর্ব পাড়ার খিরাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। মসজিদের ইমামতির পাশাপাশি তিনি স্থানীয় অপূর্ব আইডিয়াল স্কুলের ধর্মীয় শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। মসজিদ কমিটি ও তার পরিবারের সদস্যরা জানান, রবিবার সকাল থেকে ইমাম রফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা খিরাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন জানান, রোববার ফজরের নামাজ পড়ানোর পর থেকে রফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। যোহরের নামাজের সময় তাকে না দেখে খোঁজ করা হলে তার ঘরের চাবি চৌকাঠের নিচে পাওয়া যায়। ঘর খুলে ভেতরে মোবাইল ফোন পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি তার পরিবারকে জানানো হয়।
ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।