দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বন্ধন সেবা সংগঠন সম্প্রতি দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সুতারপাড়া আল-আমিন বাজার এলাকায় এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সংগঠনটির সম্মিলিত প্রচেষ্টায় মোট ১১৭ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং প্রায় ৬০ জন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় সম্প্রদায়ের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রনি মিয়া এবং ডা. সুমন চন্দ্র সাহা। তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যবান পরামর্শ দেন। তাঁদের এই মানবিক কাজ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে ডা. রনি মিয়া ও ডা. সুমন চন্দ্র সাহাকে তাঁদের অমূল্য সময় ও নিঃস্বার্থ সেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে।
ক্যাম্পেইনের সাফল্যে উচ্ছ্বসিত বন্ধন সেবা সংগঠনের সভাপতি রানা মাস্টার বলেন, আমাদের সংগঠন সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই মেডিকেল ক্যাম্পেইন আমাদের সেই প্রতিশ্রুতির একটি অংশ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এবং আমরা চাই প্রত্যেকেই এই অধিকার থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতে আমরা এ ধরনের আরও উদ্যোগ নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাব।
সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত তার বক্তব্যে বলেন, আমাদের সমাজে অনেকেই আর্থিক সীমাবদ্ধতার কারণে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। বন্ধন সেবা সংগঠন এই বৈষম্য দূর করতে কাজ করছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু চিকিৎসা সেবাই দিইনি, বরং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্যও কাজ করেছি। আমরা সকলের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের সকল সদস্যের ভূমিকা ছিল প্রশংসনীয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রানা মাস্টার, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ফয়সাল, কোষাধ্যক্ষ কাউছার হোসেন, সহ-প্রচার সম্পাদক সাইফ রহমান ইমন, ক্রীড়া সম্পাদক রবিন আহমেদ, মিডিয়া ম্যানেজার ফারদিন ইসলাম সামিউল এবং সাধারণ সদস্য গগন শিকদার, নাহিদ হোসেন, শফিকুল ইসলাম, রাব্বি ও হাসান মিয়া।