নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহারের দক্ষিণ জয়পাড়া এলাকায় পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের বিরুদ্ধে ।
ভূক্তভোগী মাসুম খান ও তার স্ত্রী ফারহানা রহমান রুপা অভিযোগ করেন, শনিবার সকাল ১১ টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন বহিরাগত নিয়ে তাদের বসতবাড়িতে ঢুকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর ঘরবাড়ি ছেড়ে দিতে বলেন। এসময় জোরপূর্বক তাদের বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা হাটের খাঁজনার টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে আলমগীর ও তার লোকজন পাশের দোকানদার ও আরও দুটি বাড়িতে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান দোহার থানা পুলিশ। এদিকে ঘটনার পর ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এবিষয়ে অভিযোগ অস্বিকার করে উপজেলা ছাত্রদলের সাধরণ সম্পাদক আলমগীর শিকদার বলেন, আমি একটি বিচারে যাচ্ছিলাম তাই আমার সাথে লোকজন ছিলো। আমি মাসুম ভাইকে বাড়ির কাগজ নিয়ে বসে সামাধানের জন্য আলোচনার সময় নির্ধারণ করতে তার বাড়িতে গিয়েছি।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দোহার থানা ওসি হাসান আলী।