দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ঝনকি এলাকার ইস্রাফিল শিকদারের ছেলে রিফাদ শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে তার গতিরোধ করে স্থানীয় রিসাদ, তুষার ও রায়হানসহ আরও বেশ কয়েকজন। পরে গতিরোধকারীরা পাশের এলাকার মামুন মাঝি ও মুকছেদ মাঝিকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন।
এদিকে রিফাদ তার পরিবারকে ফোনে ঘটনা জানালে তার পরিবারের সদস্যরা সেখানে আসেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে মুকছেদ মাঝি ও মামুন মাঝির নেতৃত্বে রিফাদ ও তাদের পরিবারে সদস্যদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন রিফাদের বাবা ইস্রাফিল শিকদার।
এসময় ইস্রাফিল শিকদার, সিমা আক্তার, সেলিম ,ও শামিম নামে চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক সেলিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
আহত ইস্রাফিল শিকদার ও সিমা আক্তার বলেন, আমাদের উপর অন্যায় ভাবে হামলা করা হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। তারা আরও বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজের আইনশৃঙ্খলা আরও খারাপ হবে।
এঘটনায় মুকছেদ মাঝিও আহত হয়েছেন বলে জানান তার পরিবারের সদস্যরা। তিনিও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
ঘটনার পর রিফাদের পরিবারের পক্ষ থেকে দোহার থানায় একটি মামলা করা হয়েছে। এবিষয়ে মাকছেদ মাঝির বক্তব্য পাওয়া যায়নি। তার ভাই মামুন মাঝি বলেন, আমি মারামারি সময় ছিলাম না অথচ আমাকে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, রিফাদ গংরা মাদকব্যবসায়ী তাই আমার ভাই তাদের বাধা দেয়ায় আমাদের হামলা করেছে। আরা রিফাদদের এলাকাবাসী মারধর করেছে।
এব্যাপারে দোহার থানার ওসি হাসান আলী বলেন, এঘটনায় দোহার থানায় একটি মামলা হয়েছে। আইন অনুযায়ী ঘটনার তদন্ত হবে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।