দোহার(ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর গ্রামে জুয়েল নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ঝুমানা আক্তারের বিরুদ্ধে। রবিবার রাত আনুমানিক ১০টায় দিকে বসতঘর থেকে জুয়েলের দ্বগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্ত্রী ঝুমানা আক্তারকে।
নিহতের পরিবার জানান, ৮ বছর আগে বাহরাইন প্রবাসী জুয়েলের সাথে ঝুমানার বিয়ে হয়। বিয়ের পর জুয়েল বিদেশ চলে যাওয়ার পর পরকীয়ায় জড়িয়ে পড়েন ঝুমানা। ২ মাস আগে বাহরাইন থেকে জুয়েল দেশে আসার পর স্ত্রীর পরকীয়া ও উচ্ছৃঙ্খল চলা ফেরা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার সন্ধ্যায় প্রতিবেশীরা ঘর থেকে ধোঁয়া দেখে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আগুণ নিয়ন্ত্রণের চেস্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে এসে খাটের উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, ঝুমা বেগম তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছি। পরবর্তীতে নিহতের শরীরের আগুন ধরিয়ে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেন।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, পরকীয়ার জেরে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত জুয়েলের স্ত্রী আটক রয়েছে।