দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার সুতারপাড়া মধুরচর এলাকার মশিউর রহমান উদ্যোম।
সংবাদ সম্মেলনে মশিউর রহমান উদ্যোম দাবি করেন, মধুরচর এলাকার বাবু খা ও তার স্ত্রী রাজিয়া মিথ্যা, বানোয়াট কুৎসা রটিয়ে আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করছেন। তারা যে জমি দাবি করছেন সেই জমির প্রকৃত মালিক বেগম শামসুন্নাহার গং। যার দাগ নং সিএস ৬৫৩, এসএ ১৮৫, আরএস ৩২৮, ৩২৯ ও ৩৩০।
অপর দিকে বাবু খা গং আমাদের এই দাগের জমি দাবি করছেন, কিন্তু তাদের ভিন্ন দাগ নম্বর। যেটা অন্য সম্পত্তি। সংবাদ সম্মেলনে দোহার প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।