দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ শেখ ও তার বাবা মুনছের শেখ এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আরিফ শেখ ও তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার বেলা ১২ টায় দোহার প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফ শেখ বলেন, তার এলাকার কিছু আওয়ামী দোসর ও স্বার্থান্বেসী মহল তাদের সামাজিক ও দলীয় সম্মান ক্ষুন্ন করতে বিক্ষোভ মিছিলের নামে তাদের বিরুদ্ধে আপপ্রচার করেছে।
আরিফ শেখ দাবি করেন, কোন প্রকার সত্যতা ছাড়া তার বিরুদ্ধে ভূমি দস্যুতা ও জাল দলিলের অভিযোগ আনা হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট্ এবিষয়ে সঠিক তদন্ত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এসময় তার পরিবারের অন্য সদস্যরা বলেন, একটি গোষ্ঠি তাদের হুমকি ধমকি দিয়ে এলাকায় আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করছেন।