কাজী জোবায়ের আহমেদ.
সাড়া দেশে এখনো বিএনপির নামে ষড়যন্ত্র হচ্ছে, তবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ধানের শীষে ভোট চাইতে হবে। মা বোনদের দাড়ে দাড়ে গিয়ে ভোট নিশ্চিত করতে হবে বলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী খন্দকার আবু আশফাক।
শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশফাক বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল নেতা কর্মীদের সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে এলাকায় কাজ করতে বলেছেন। তাই আর ঘরে বসে না থেকে যার যার এলাকায় ধানের শীষের ভোট নিশ্চিত এখন থেকেই কাজ করতে করতে হবে।
দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠানে, দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলাসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।