দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে আইয়ুব আলী নামে এক ব্যাবসায়ীর বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে জানা যায়, লটাখোলা এলাকায় পাঁকা স্থাপণা করে ঘর নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে আইয়ুব আলী। এনিয়ে স্থাসীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি খালটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তা দখল হয়ে যাচ্ছে প্রভাবশালীদের কারণে। অনেকেই মুখ খুলতে ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। আশেপাশের বাসিন্দাদের তথ্য মতে লটাখোলা মৌজার ১ নং খতিয়ানে এস এ ১০৬৯ ও আর এস দাগ নং ১২১৩ তে অবস্থিত শাখা খালটি প্রায় পুরোটাই দখলের কবলে।
এবিষয়ে অভিযুক্ত আইয়ুব আলীর বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এদিকে এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, দখলের খবর পেয়ে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। অভিযুক্ত আইয়ুব আলীকে পাওয়া যায়নি। তাকে স্থাপণা সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হবে। অন্যথায় দখলের জায়গায় স্থাপিত স্থাপণা ভেঙ্গে ফেলা হবে।