নিজস্ব প্রতিবেদক.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার -নবাবগগঞ্জ)ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। সোমবার সকাল থেকে তিনি জয়পাড়া বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে প্রচারণায় অংশ নেন। এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার প্রতীক হাতপাখা-কে জনগণের মাঝে পরিচিত করে তোলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা মনোযোগ সহকারে শোনেন।
হাফেজ মাওলানা নুরুল ইসলাম বলেন “রাজনীতি মানে জনগণের সেবা। আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে চাই। আপনারা সকলে মিলেমিশে হাতপাখা মার্কাকে বিজয়ী করে দেশের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবেন। তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ আমরা ন্যায়ভিত্তিক রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ ও ইসলামি মূল্যবোধের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব। দেশের উন্নয়ন হবে সমতার ভিত্তিতে, কেউ বঞ্চিত থাকবে না।” তার এই বক্তব্য সাধারণ মানুষের মনে ব্যাপক আশা জাগায় এবং তিনি ব্যাপক সাড়া পান।
তিনি তার বক্তব্যে আরো বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দল। এই দল শুধু ভোটের রাজনীতি করে না; বরং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং প্রার্থীর বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।
নির্বাচনী গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী আব্দুল মালেক, দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান,সহ সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারী মিরাজ হোসেন, জয়েন্ট সেক্রেটারী সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কে এম ইব্রাহিম, ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সভাপতি আমির হামজা প্রমুখ।