দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাট-বাজারে পরিচ্ছন্নতা ও মশক নিধন র্কাক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার দোহার বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর প্রশাসক তাসফিক সিবগাত উল্লাহ।
এর আগে তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ও সচেতনতামূলক আলোচনা করেন। পরে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা বাজার ও এর আশেপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পৌরসভার এমন উদ্যোগে প্রশংসা করেন পৌরবাসীরা।
কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার প্রকৌশলী এম,এম মামুনুর রশিদ, পৌরসভার ৪ ও ৭ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর মো.ফখরুল আশরাফ, বাজার কমিটির সভাপতি নিপু খন্দকার, সাধারণ সম্পাদক মতিন মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী জোবায়ের আহমেদ, পৌরসভার হিসাব রক্ষক মো.আনোয়ার হোসেন, কনজারভেন্সি ইন্সপেক্টর রোকনুজ্জামানসহ আরও অনেকে।