দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ বাহ্রা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এঘটনায় দোহার থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে বলে জানা গেছে।
ভূক্তভোগী শারমিন নাহার জানান, দক্ষিণ বাহ্র্রা এলাকায় আর এস খতিয়ান নং-৯৪ ও দাগ নং ৯৬৮ তে তাদের ৩২ শতাংশ জমির মালিকানা রয়েছে।
ঐ জমির ৫ শতাংশ জায়গা দখল করে আছেন আব্দুল ওয়াহাব মিয়া (ওহাব মাস্টার) গংরা। এনিয়ে ২৬ অক্টোবর আদালতে মামলা করেন শারমিন নাহার। আদালতের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ সোমবার উপজেলা ভূমি অফিসের কর্মকতারা তদন্তে আসেন। তারা চলে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওয়াহাব মাস্টারের উপস্থিতিতে তার ছেলে মশিউর রহমান, মোস্তাফিজুর রহমানসহ জয়নাল আবেদিন, কাজল,ফাহিম ও রিফাত তাদের উপর হামলা করেন। এসময় শারমিন নাহার ও তার স্বামী নিলয় আহত হন। এঘটনায় শারমিন নাহার বাদি হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
শারমিন নাহারের স্বামী নিলয় বলেন, আমাদের উপর হামলার পর জমির কাছে গেলে মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।
এবিষয়ে অভিযুক্ত মশিউর রহমান ও মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের উপর শারমিন ও তার স্বামী চড়াও হয় এসময় উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। মারধরের বিষয়ে জানতে চাইলে জানান, আমরা কাউকে মারধর করিনি। তাদের পক্ষ থেকেও দোহার থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানা যায়।
অপর অভিযুক্ত কাজল বলেন, আমি মারামারির সময় ছিলাম না। ঘটনার পর সেখানে গিয়েছি।
এদিকে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই সাদিক হোসেন বলেন, মারামারি বিষয়ে দোহার থানায় একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।