দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের রুইথা এলাকায় শাখাওয়াত ফকিরের বসতবাড়িতে হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নারিশা ইউনিয়নের বাসিন্দা মোতালেব এর ছেলে হিরন (৩৫) ও মো. অলির ছেলে শাহাবুদ্দিন (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে শাখাওয়াতের বাড়িতে স্থানীয় জুলহাসের হুকুমে হিরনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। পরে শাখাওয়াত হোসেন বাড়িতে আসলে তার উপর আবারও হামলা চালিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে দোহার থানায় ভর্তি করেন।
ঘটনার পর শাখাওয়াত হোসেনের মেয়ে সাইমা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামী করে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ধন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করেন।
এবিষয়ে ফুলতলা ফাঁড়ির এসআই মনির হোসেন জানান, হামলার ঘটনায় মামলা হওয়ার পর দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলীর নির্দেশে অভিযান পরিচালনা করে দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।