বহুল প্রচারিত সাপ্তাহিক 'এশিয়া বার্তা’ অনলাইনে -গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে “নয়াবাড়ি ইউনিয়নের জমি নিয়ে বিরোধে, পাল্টাপাল্টি অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার/আমাদের নজরে এসেছে। অতন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, উক্ত সংবাদে সাংবাদিককে প্রকাশিত তথ্যসমূহ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হয়েছে, যা স্থানীয় জনগণকে ভুল বার্তা দিচ্ছে এবং আমাদের পরিবারের দীর্ঘদিনের সুনাম ও মর্যাদার অপূরণীয় ক্ষতি করছে।
সংবাদে প্রকাশিত মিথ্যা তথ্যের প্রতিবাদ ও প্রকৃত ঘটনা:
জমি দখল এবং মারামারির ঘটনার উল্লেখ। জমি দখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে যে পরিমাণ জমির দাবি করা হয়েছে, সরেজমিনে প্রমাণ সাপেক্ষে দেখা যাবে, অভিযোগকারীরা প্রকৃতপক্ষে সেই পরিমাণ জমির মালিক নন। 'নাট্যভিনেতাদের মতো উপস্থাপন' করে মারামারি এবং 'নিজের শরীরে নিজে জখম করে' বিভ্রান্তিকর তথ্য প্রদান করে। মারামারির ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। প্রকৃতপক্ষে দু’পক্ষের মধ্যে সামান্য ধস্তাধস্তি এবং তীব্র বাকবিতণ্ডা হয়েছিল মাত্র। আমাদের বিরুদ্ধে আনা জখম করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের পক্ষ থেকে হুমকি দেওয়া এবং জখমের অভিযোগ। অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বরং সবার সামনে আশরাফ হোসাইন নিলয় ও নাজনিন নাহার রুপা আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেছেন। আমাদের দাবি এশিয়া বার্তা পত্রিকার প্রকাশিত উক্ত বিভ্রান্তিকর সংবাদটির একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক। আশা করি, আপনার দায়িত্বশীল সম্পাদনা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি, সত্য প্রকাশে আপনি সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শন করবেন।
মোস্তাফিজুর রহমান
নয়বাড়ি, দোহার, ঢাকা।