1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
খুলনার বটিয়াঘাটার পল্লীতে হত্যার পর গলায় উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় রিতাকে - এশিয়া বার্তা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

খুলনার বটিয়াঘাটার পল্লীতে হত্যার পর গলায় উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় রিতাকে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

এইচ এম সাগর (হিরামন)খুলনা->>

হত্যা না আত্মহত্যা বলছে এলাকাবাসি। হত্যার পর গলায় উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় রিতাকে এমনি অভিযোগ করেছেন নিহত রিতার মা ঠাকুর দাশি শীলসহ তার পরিবার। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন রবিবার ২০২০ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুন্দরমহল আশ্রয় প্রকল্প নামক গুচ্ছ গ্রামে। বিবিসি ৭১ নিউজের এক ভিডিও সাক্ষাৎকারে এই সব অভিযোগ তুলে ধরেন নিহতের মা। নিহতের মা ঠাকুর দাসী বলেন,সুন্দরমহল গ্রামের আকাম আলী গাজীর ছেলে গাজী মুসা কারির সাথে দীর্ঘ ১৬ বছর ধরে আমার মেয়ে রিতার সম্পর্ক চলে আসছে। মুসা কারি রিতাকে বিবাহ করবে বলে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহন করায়। তার পর থেকে রিতার সাথে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক ও মেলা মেশা। প্রতিদিন রাতে আমাদের এখানে এসে রাত যাপন করে যাহা এলাকার প্রায় সকলেই জানে। সূত্রে জানা যায়,রিতার একটি ছেলে রয়েছে।

তার বয়স ১১ বছর। এলাকায় জনশ্রুতি রয়েছে সেই ছেলেটির জন্ম দাতা নাকি মুসা কারি! এমনি নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। অন্যদিকে প্রসাশনের পক্ষে বলা হচ্ছে এটা হত্যা না আত্মহত্যা, সেটা মেডিকেল রিপোর্ট না আশা পর্যন্ত বলা যাচ্ছে না। সুন্দরমহল এলাকায় সরেজমিন গিয়ে জানা গেছে, রিতা শীল ওরপে বাছাড় (৩৫)কে হত্যা করে তার ঘরের বারান্দায় গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে একটি চেয়ারের উপর বসিয়ে রাখা হয়। এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ রিতার লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পরে ময়না তদন্ত শেষে গুচ্ছ গ্রামে নিয়ে ইসলামি শরিয়ত মোতাবেক স্থানীয় কিছু লোকজনের সহযোগীতায় দাফন করা হয় রিতাকে। অন্য দিকে বিষয়টি ধামাচাপা দিতে স্হানীয় কিছু দালাল এবং মাদক ব্যবসায়ীরা মিলে ঘটনাটি মিমাংসা করার জন্য লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

অন্য দিকে সুন্দরমহল বাজারের এক নেতা জানান,এতো বড় শাস্তবান মহিলাকে কখনও একা একা মেরে ঝুলানো সম্ভব নয়। যদি ওকে হত্যা করা হয়ে থাকে তাহলে এ ঘটনার সঙ্গে আরও ৩/৪ জন জড়িত থাকতে পারে। তবে পুলিশ যখন লাশ নামানোর জন্য এসেছিলো তখন মৃত্যুদেহ উপস্তিত শত শত লোক বলাবলি করছিলো এটা কখনও গলায় ফাঁস না, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। অপরদিকে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রবিউল কবীরের কাছে এবিষয় জানতে চাইলে তিনি বলেন,এটা হত্যা না আত্মহত্যা সেটা মেডিকেল রিপোর্ট না আশা পর্যন্ত বলা যাচ্ছেনা, যে কারণে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓