1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফরিদপুর সদর ফায়ার সার্ভিস ষ্টেষনে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল - এশিয়া বার্তা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা হলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার নবাবগঞ্জে ব্রিজের কাজ শেষের আগেই বিল পরিশোধ ৫০ কোটি ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহে গিয়ে চ্যানেল এস এর সাংবাদিকের মৃত্যু মানিকগঞ্জে অপারেশনের পর আবারো রোগীর মৃত্যু, গাফিলতির অভিযোগ স্বজনদের নবাবগঞ্জে সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দোহা গ্রেপ্তার দোহারে মহিলা দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত মাহমুদপুর ইউনিয়ন শ্রমিকদলের কাউন্সিল অনুষ্ঠিত মানিকগঞ্জে টনসিলের চিকিৎসা নিতে এসে প্রাণ গেল গৃহবধূর! দোহারে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যাকাণ্ডে মূলহোতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ফরিদপুর সদর ফায়ার সার্ভিস ষ্টেষনে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বার পড়া হয়েছে

মোঃ সাদ্দাম হোসাইন , ফরিদপুর : ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল নানা অনিয়ম চালাচ্ছে অফিস কার্যালয়ে। এ বিষয়ে তার বিরুদ্ধে অফিসের কিছু কর্মচারী এবং আশেপাশের নানা মানুষের অভিযোগ রয়েছে ।
অনিয়মের বিষয়ে সাংবাদিকদের তদন্তে বেড়িয়ে এসেছে বিভিন্ন অনিয়মের ঘটনা। সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তিনি বেশীরভাগ সময়ই বাড়িতে থেকে অফিস কার্যক্রম পরিচালনা করেন। জেলার কোথায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি তার বাড়িতে এসে তাকে নিয়ে যায়। সে ক্ষেত্রে অগ্নিকান্ডের ঘটনা স্থলে পৌছাতে তার কারনেই ১৫/২০ মিনিট বেশী সময় লাগে। এছাড়াও কোথায় অগ্নিকান্ডের আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ির ১টি পাম্প ব্যবহার করে ২টি পাম্পের হিসাব করেন। কখনও আবার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পাম্প চালালে সেই হিসাবে ৪ ঘন্টার পাম্প বিল দেখান। জানা যায়, ফরিদপুর জেলা সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের টার্ন আউটের গাড়িটি তিনি বিনা অনুমতিতেই তার ব্যাক্তিগত কাজে ব্যবহার করেন। তার সহকর্মীদের সাথে খারাপ আচরন করেন।
অফিসসূত্রে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী জানান, তিনি টার্ন আউটের গাড়িতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন এস ও কে ঘাটে পৌছায় দেন। এ ঘটনার বিষয়ে ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সহকারী পরিচালক একটি শোকজ লেটার পাঠান সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলালকে।
সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল এর বিভিন্ন অনিয়ম নিয়ে সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন (বর্তমানে অন্য জেলায় কর্মরত রয়েছে) সাংবাদিকদের জানান, এই সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল অফিসের কাজে বিভিন্ন অনিয়ম করে। যেখানে তার ২৪ ঘন্টা ফায়ার সার্ভিস ষ্টেষনে থাকার কথা সেখানে আলীপুরে ভাড়া বাড়ি মা ভিলায় থাকেন। যা আইন বিরোধী। বাড়িতে থাকার কোনো নিয়মই নেই।সে সব সময় ৪/৫ জন ষ্টাফকে ছুটিতে রাখেন। তার প্রতিদিন ফায়ার সার্ভিস ষ্টেষনে রোল কলে থাকার কথা থাকলেও সে থাকেন না। আমি ফরিদপুরে দায়িত্বে থাকা অবস্থায় আমার অফিসের অনেক ষ্টাফই অভিযোগ করেছে কিন্তু আমি তার বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। কারন সে স্থানীয় নেতৃত্ব নিয়ে এই অফিসে দাপট দেখায়।
ফরিদপুর জেলাশহরের আলীপুর মা ভিলার পাশের বাসিন্দা রাকিব সাংবাদিকদের জানান, জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল মা ভবনে ভাড়া থাকেন। মাঝে মাঝেই তাকে নিতে ফায়ার সার্ভিসের গাড়ী এখানে আসে। বিষয়টি নিয়ে গাড়ির সাথে থাকা কর্মচারীকে জিজ্ঞেস করলাম তাকে এখান থেকে কেন নিয়ে যান। তিনি তো অফিস থেকেই গাড়িতে যেতে পারে। তারা উত্তরে জানান, স্যার বলেছে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে।
ফরিদপুর শহরতলীর রাজ্জাকের মোড় এলাকার মুদী দোকানদার রাজ্জাক সাংবাদিকদের জানান, দুলাল সব সময় বাড়িতেই থাকে এবং অফিসে কোনো প্রয়োজন হলে তাকে অফিসের গাড়ী এসে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সাথে কথা বলতে কয়েকবার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি ফলে তার মোবাইলে কল দিয়ে এ বিষয়ে কথা বললে তিনি সাংবাদিদের জানান, আমি তার বিরুদ্ধে অভিযোগ শুনেছি কিন্তু এখনো কেউ তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ কেউ দেয় নাই। ফরিদপুর জেলা সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের টার্ন আউটের গাড়িটি আমার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে আমি বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেছি সে চেইন অব কমান্ড মানে নাই।
এ বিষয়ে নানান অনিয়মে অভিযুক্ত ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল এর সাথে কথা বললে তিনি বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করা হয় সে বিষয়ে ফরিদপুর শহরের বিভিন্ন ব্যাক্তিকে দিয়ে সাংবাদিকদের তদবীর করান।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓