1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাজবাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে গৃহকত্রীকে কুপিয়ে জখম! অতঃপর আদালতে মামলা। - এশিয়া বার্তা
শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

রাজবাড়ীতে পূর্ব বিরোধের জের ধরে গৃহকত্রীকে কুপিয়ে জখম! অতঃপর আদালতে মামলা।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৭৫ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী জেলা প্রতিনিধি।

রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়ায় ছোটদের খেলাধুলা নিয়ে বিরোধের জের ধরে ধারালো চাপাতি দিয়ে এক গৃহকর্তীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে খানখানাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আমজাদ হোসেন ওরফে আমু চৌকিদারের বিরুদ্ধে।

রবিবার সন্ধ্যা অনুমানিক ৭.ঘটিকার সময় রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া বদরুদ্দীন শেখ মাগরিবের নামাজ পড়ে আসার সময় প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং এক বাকবিতণ্ডা নিয়ে আহত সালেহা বেগমের বাড়ীর সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে।

সরেজমিন সূত্রে জানা যায়, আহত সালেহা বেগমের ছেলে সৌদি প্রবাসী, বদরুদ্দীন সে কাজের তাগিদে বাহিরে গেলে কোন পুরুষ মানুষ না থাকায় প্রতিবেশী আমু চৌকিদার প্রায়ই বাড়ীর দিকে তাকিয়ে আজে-বাজে টিজ করেন। সালেহা বেগমের বাড়ীর ছোটদের খেলাধুলাকে কেন্দ্র করে বদর উদ্দিন শেখের সঙ্গে আমু চৌকিদারের বিরোধ চলছিল। গত রবিবার সকালে প্রতিবেশী আমু চৌকিদার বনাম বদরউদ্দিন শেখের সাথে প্রথম পর্যায় ঝগড়া হয়। এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী আমু চৌকিদার, সানাউল্লাহ সরদার, রানা সরদার ও আতর আলী সরদার বাড়ীর সামনে বদরউদ্দিন ও তার স্ত্রী সালেহা বেগমের ওপর হামলা চালায়। সালেহা বেগমের মাথার পিছনের দিকে চা পাতি দিয়ে আঘাত করা হয়। আহত সালেহা বেগমের চিৎকারে তার ভাই শফিক শেখ আগায়ে আসলে প্রতিপক্ষরা তার ওপরেও হামলায় চালায়। গুরুতর আহত অবস্থায় সালেহা বেগমকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক অবস্থা আশংকাজনক বলে পরিবারের লোকজন দাবী করেন।

আহত সালেহা বেগমের বৌ-মা লিজা জানান, আমু চৌকিদারের নজর ভালো না। আমাদের বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করিতে পারিনা। আমু চৌকিদার আমাদেরকে নির্যাতন করার ফন্দি করতে থাকে। নানাবিধ কারন নিয়েই আমু চৌকিদারের সাথে আমাদের বিরোধ রয়েছে। এর আগে আমু চৌকিদার আমাদেরকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পর তিনি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে আক্রমন করার চেষ্টা করে। গত রবিবার আমার শুশুর মাগরীবের নামাজ শেষে বাড়ী ফেরার পথে আমুর বাড়ীর সামনে তারা দলবদ্ধ হয়ে আমার শুশুর-শাশুরীর উপর হামলা চালায়।

এ বিষয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ আমজাদ হোসেন আমুর সঙ্গে কথা বললে তিনি বলেন আমি আইনকে শ্রদ্ধা করি আমি আইনের প্রতি সহনশীল। আমি গরিব মানুষ বিধায় তারাই আমার বাড়িতে আসে মারধরের জন্য। আমার স্ত্রী আছে দুটি ছেলে সন্তান আছে। আর আমি এ বয়সে এধরনের কাজ করব এটা অসম্ভব। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। তারা একদিকে আমাদের আত্মীয় হন। আমার বাড়িতে বউ থাকতে আমি কেন তাদের টিস্ক করতে যাব এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আপনারা এলাকায় জেনে দেখতে পারেন তারা যে বিষয়ে অভিযোগ করেছে এটা কতটা সত্য এবং মিথ্যা।

এ বিষয়ে, রাজবাড়ী সদর থানার সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান- তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। সালেহা বেগম নামের এক বয়স্ক মহিলার মাথায় আঘাত লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓