1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
খুলনার দিঘলিয়ায় ভৈরব নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার চরম ঝুকির মুখে। - এশিয়া বার্তা
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

খুলনার দিঘলিয়ায় ভৈরব নদীর ভাঙ্গনে শতাধিক পরিবার চরম ঝুকির মুখে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৪ বার পড়া হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
খুলনার দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া এলাকায় ভৈরব নদী গর্ভে বিলিন হয়েছে প্রায় ১কিঃমিঃ, সরজমিনে গিয়ে দেখাযায় দিঘলিয়ার দেয়াড়া পশ্চিমপাড়া ৫নং ওয়ার্ড এলাকার কবরস্থান হইতে শুরু করে কলোনি খেয়াঘাট গুচ্ছগ্রাম ভেড়িবাদ হয়ে জলিল খান মাঠ পর্যন্ত প্রায় ১কিঃমিঃ ভয়াবহ নদী ভাঙ্গনে পরিণত হয়েছে, ইতিমধ্যে উক্ত জলিল খান মাঠ হইতে প্রায় ২০০ মিটার নদী গর্ভে বিলিন হয়েগেছে, আরও জানা যায় জলিল খান নামক স্থানে ২ তলা বিশিষ্ট একটি ভবন ও কয়েকটি পাট গোডাউন ভৈরব নদীর ভাঙ্গনে বিলুপ্ত হয়েছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন জানান প্রতিনিয়ত নদীর ভাঙ্গন বেড়েই চলেছে, একাধিক পরিবারের ফসলি জমি সহ বিভিন্ন রকম গাছপালা ভাঙ্গনে বিলুপ্ত হয়েগেছে এমনকি, বর্তমানে দেয়াড়া কলোনি কবরস্থান এবং গুচ্ছগ্রাম ভেড়িবঁাধটি অত্যান্ত ঝুকির মুখে রয়েছে, এই বাধটি ভেঙ্গে গেলে এলাকার বসবাসরত শতাধিক পরিবার মারাত্তক ঝুকির মুখে পড়বে, এলাকার শতশত পরিবার অসহায় হয়ে মানবেতর জিবন-যাপন করছে। এ বিষয়ে ৫নং ওয়ার্ড ইউ.পি সদস্য খান বিপ্লব হোসেন সহ শতশত মানুষ ভাঙ্গন রোধ প্রচেষ্টায় এলাকা থেকে গণসাক্ষর নিয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট আবেদন জানালে তিনি বলেন, এটি একটি বড় প্রজেক্ট তাই জন স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের নিকট এই আবেদনটির জন্য জোর সুপারিশ জানানোর অঙ্গিকার ব্যক্ত করেন, এমত অবস্থায় জরুরী ভিত্তিতে এই ভাঙ্গন রোধ না করলে শতশত পরিবার অসহায় হয়ে পড়বে।তাই শতশত পরিবার ও ভেড়িবাধ রাস্তা এবং কবর স্থান রক্ষার্থে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ভাঙ্গন রোধে জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓