1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা - এশিয়া বার্তা
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

রাসিক ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কো-অর্ডিনেশন সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মধ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগী হিসেবে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান, পরিচ্ছন্ন ভ্যান গাড়ী প্রদান, হুইল ব্যারো প্রদান, পানি ও পয়ঃ নিষ্কাশনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ করছে। প্রথম পর্যায়ে এ প্রকল্পের ১৬টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হাত ধোয়া বুথ স্থাপনসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে আগামীতে এ নগরীর পিছিয়ে পড়া মানুষদের জীবনমান আরও উন্নয়ন ঘটবে। আগামীতে নগরীর ৩০টি ওয়ার্ডে এর কার্যক্রম পরিব্যপ্তি ঘটবে এ প্রত্যাশা করি।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় চলমান কার্যক্রমের সার্বিক তথ্য উপস্থাপন করেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা ব্র্যাকের চলমান প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে এর কর্মকান্ড বৃদ্ধি করার বিষয়ে সুপারিশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, টাউন প্ল্যানার বনি আহসান, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং মেরিল, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের মনিটরিং অফিসার দীপক চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আবু বকর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓