1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশালে সিমিতপরিশরে বই বিতরন উৎসব পালন। - এশিয়া বার্তা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

বরিশালে সিমিতপরিশরে বই বিতরন উৎসব পালন।

  • প্রকাশিত: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ইংরেজী নতুন বছরের প্রথম দিন বরিশালে অনুষ্ঠিত হলো বই উৎসব। সীমিত পরিসরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। বছরের প্রথম দিন কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 
শুক্রবার পহেলা জানুয়ারি সকাল ১০টায় নগরীর মল্লিকবাড়ি রোডের সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় জেলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়। সীমিত আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম।

 
দীর্ঘ প্রায় সাড়ে ৯মাস পর করোনার কারণে বন্ধ স্কুলের আঙ্গনায় পা রেখে আনন্দে উদ্বেলিত হয় শিশুরা। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি তারা। বছরের প্রথম দিন থেকেই নতুন বই পড়া শুরু করার কথা জানায় শিশুরা।  

অভিভাবকরা জানান, শিশুরা স্কুলে যাওয়ার জন্য উদগ্রীব।

বই নিতে হলেও স্কুলে এসে খুশি শিশুরা। বছরের প্রথম দিন বই পাওয়ায় শিশুরা প্রথম দিন থেকেই আগ্রহ নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করবে বলে আশা করেন অভিভাবকরা।  
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, জেলায় ১ হাজার ৫শ’ ৯৪ প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১৩ লাখ নতুন বই এসেছে। আগামী ২ দিনের মধ্যে শতভাগ শিশুর হাতে বই তুলে দেয়ার কথা বলেন তিনি।

 
প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে কিছু সংখ্যক শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল ক্লাশের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা বলে তিনি।  

এদিকে জেলায় ৭শ’ ৯৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৩৪জন শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের চাহিদা ২৮ লাখ ১৯ হাজার ১শ’ ৫০টি। এর মধ্যে গতকাল পর্যন্ত ৯ লাখ ২১ হাজার ৮শ’ ৪৩টি নতুন বই এসে পৌঁছেছে। যা মোট চাহিদার ৩২.৭০ ভাগ। আগামী কয়েক দিনের মধ্যে মাধ্যমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓