নিজস্ব প্রতিবেদক.
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ও উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ভোট দেয়ার আহ্বান জানান নেতা কর্মীরা। রোববার দুপুরে বিলাশপুরে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, গত নির্বাচনে মাননীয় সাংসদ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বস্তবায়ন করেছেন।দেশের উন্নয়নে পাশাপাশি দোহার-নবাবগঞ্জের উন্নয়নে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বিলাশপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন আব্দুস সালাম চৌধুরী, পৌরসভার সাবেক প্রভাষক আজাদ হোসেন খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।