কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের পলাশপুরে ধলেশ্বরী ১নং ব্রীজ সংলগ্ন বেরিবাধ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিকপক্ষ জানিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসে নয়টি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আমিন কর্পোরেশন প্যাকেজিং কারখানায় কর্মরত শফিক নামে এক শ্রমিক জানান, কারখানায় চিপস ও বিস্কিট জাতীয় বিভিন্ন খাদ্য পণ্যের প্যাকেট তৈরি করা হতো। হঠাৎ করে তাকিয়ে দেখি পুরো কারখানাটি মুহূর্তের মধ্যেই আগুনে ছড়িয়ে পড়ে। আমরা শ্রমিকরা দ্রুত জীবন বাঁচাতে কারখানার ভিতর থেকে বেরিয়ে আসি। শুক্রবারে কারখানাটিতে শ্রমিকের সংখ্যা কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানাটিতে ৪০০ শ্রমিক কাজ করতো। আমিন কর্পোরেশন প্যাকেজিং কারখানার ম্যানেজার আকবর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার সময় হঠাৎ শুনতে পাই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ঘটনাস্থলে ছুটি এসে দেখি কারখানাটিতে অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।
প্যাকেজিং কারখানাটির মেশিনটি অতিরিক্ত গরম হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। ফায়ার সার্ভিস এর ঢাকা জোন -৫এর কমান্ডার এ কে এম শামসুজ্জোহা বলেন সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা খবর পান কেরানীগঞ্জের ধলেশ্বরী এক নম্বর ব্রিজ সংলগ্ন বেরিবাদ এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ওই খবরে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের মাধ্যমে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে কি কারনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করা ছাড়া বলা যাবে না। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনাটির বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো।