নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের থানার অভিমুখে একটি বিল্ডিং এর নির্মাণ কাজের জন্য রাস্তায় রাখা বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল আরোহী নাফিজ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার বটিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে। আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নাফিজ মটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে বালুর স্তুপে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গুরুতর আহত হয়। পথচারীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত নাফিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পাড়া এলাকার আব্দুল জলিল নামে এক ব্যক্তি থানার পাশে একটি বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করেন। প্রতিদিন রাতে জয়পাড়ার প্রধান সড়কে নির্মাণ কাজের জন্য চলাচলে বিঘœ ঘটিয়ে রাস্তায় বালু রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেই বালুর স্তুপে এই দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির জানান, ঘটনাটি দুঃখজনক। আমি খবর পেয়ে আহতের পরিবারের খোঁজ নিয়েছি। আহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আইন অমান্য করে রাস্তায় বালু রাখার কারনে চলাচল ব্যহত হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে জানতে নির্মাণকৃত বিল্ডিং এর মালিক আব্দুল জলিলের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।