নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের থানার মোড় এলাকায় ‘সেন্টার ছিফ’ রেস্টুরেন্টের বিভিন্ন খাবারে ইঁদুরের ছড়াছড়ি দেখে হতবাক ক্রেতারা। এমন একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরলে সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠে ভোক্তা অধিকারের কর্মকর্তাদের ব্যর্থতা নিয়ে। সরজমিনে গিয়ে এমন দৃশ্য দেখলে প্রতিবেদকের সামনে থেকে খাবার সরিয়ে নেয় রেস্টুরেন্টের কর্মচারীরা।
এদিকে বেশ কিছু স্থানে অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র দেখা যায় রেস্টুরেন্টটিতে। এর আগে নষ্ট খাবার পরিবেশনের অভিযোগ করেন কয়েকজন ভোক্তা। কয়েকবছর আগে প্রশাসনের অভিযানে জরিমানাও গুনতে হয়েছে এই প্রতিষ্ঠানটিকে।
এবিষয়ে জানাতে রেস্টুরেন্টের দায়িত্বে থাকা আয়নাল হোসেন জানান, আমি নতুন এসেছি আজ এবিষয়ে আমি কিছুই জানিনা। সেন্টার ছিফ ছাড়াও দোহারের জয়পাড়া বাজার ও এর আশে পাশের বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও বেকারীতেও অস্বাস্থকর পরিবেশের অভিযোগ পওয়া গেছে।
এনিয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের দায়িত্বরতদের ধারাবাহিক অভিযানের আহ্বান জানান ক্রেতারা।