নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের দক্ষিণ শিমুলিয়ায় আল হকের বাড়িতে অগ্নিকাণ্ডে একটি ঘর পুরে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ রান্না ঘরে আগুন জ্বলতে দেখেন বাড়ির বাসিন্দারা। এসময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আধাঘন্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস ও দোহার থানা পুলিশ। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি।
এঘটনায় প্রায় লাখ টাকা পরিমান ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। বৈদ্যদিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হাতে পারে বলে প্রাথমিকভাবে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।