দোহার (ঢাকা) প্রতিনিধি.
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী সালমান এফ রহমান। বুধবার সন্ধ্যায় দোহার পৌসভার ৮ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। দোহার নবাবগঞ্জে নাগরিক সেবার মান আরও উন্নত করতে নৌকা মার্কায় ভোট চান তিনি। অনুষ্ঠান শেষে সালমান এফ রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র মো.আলমাছ উদ্দিন, সামাজসেবক তানভীর আহমেদ ছানু মোল্লা, মোহাম্মদ হোসেন জনি শিকদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি,সদস্য নজরুল মৃধা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুরুজ বেপারী, সাধারণ সম্পাদক টিটু ভূইয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপন খান, রাজিব শরিফ, দুলাল খান, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।