দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এসময় ইউনিয়নের ছয়শত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই বস্ত্র পৌছে দেয়া হবে বলে জানান আলমগীর হোসেন।
রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজামসহ ইউপি সদস্যগণ।