কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুরে মালিভিটা এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে কামরুন নেসা (৫০) নামের এক নারীর গলাকাটা
রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুন নেসা স্থানীয় খলিলুর রহমানের মেয়ে। সে স্বামী পরিত্যক্তা ছিলেন। নিহত কামরুন নেসার এক মাত্র মেয়ে বিয়ে হওয়ার পর থেকে সে ওই বাড়িতেই তার মায়ের সাথে বসবাস করতেন।
বুধবার সন্ধ্যা সাতটায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী দক্ষিণ মালেভিটা এলাকায় বজলুর রহমানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। বাড়ির মালিক বজলুর রহমান নিহত কামরুন নেসার বড় বোনের মেয়ের জামাই। বজলুর রহমান জায়গা কিনে খালা শ্বাশুরি ও নানী শাশুরীকে থাকতে দিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান,স্থানীয়রা থানা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করে। এই ঘটনায় থানায় মামলা রজ্জু হলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।