1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সোমবার, ২০ মে ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে।
প্রধান খবর:

ভাষা আছে বলেই মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য রয়েছে : সলিমুল্লাহ্ খান

  • প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলায় উজান গণগ্রন্থাগার’র ২য় বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন জয়পাড়া এলকায় রূপালী জোৎস্না ভবনে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সলিমুল্লাহ্ খান। তিনি বলেন, ভাষা আছে বলেই মানুষ আর অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য রয়েছে, ভাষা না থাকলে এই পার্থক্যটি থাকতোনা। তিনি আরও বলেন, মানুষ যুক্তি প্রয়োগ করতে পারে সবকিছু অনুধাবন করতে পারে। তাই সে মানুষ।
আলোচনা শেষে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে সম্মাননা প্রদান করা হয়।
উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদারের সভাপতিত্বে ও চন্দন কুমার ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রবি আজিয়াটা লি: এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম এ খান সোহেল, জয়পাড়া কলেজে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, উজান গ্রন্থাগারের সহ-সভাপতি কাজল সূত্রধর, কবি মাহমুদ নাহিদ, আব্দুল আল নোমান, হেলেনা আক্কাস, কাইয়ুম আহমেদ, অভিনেত্রী তাহমিনা মোনা,অঞ্জন কুমার পাল, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓