দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলার ৮টি ইউনিয়নে ৭ হাজার কম্বল বিতরণ করা হবে বলে জানা যায়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ সূচনা অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন।
তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের দিক নির্দেশনায় দোহার নবাবগঞ্জের ব্যপক উন্নয়ন হচ্ছে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কণ্যার নেতৃত্বে তিনিও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামীর স্মার্ট দোহার নবাবগঞ্জ বিনির্মানে সবসময় আওয়ামী লীগের পাশে থাকতে হবে।
সূচনা সভায় সভাপতিত্ব করেন সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,
উপজেলা চেয়ারম্যানের বড়ভাই জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আক্কাস, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক বাসার মৃধা, সদস্য আক্তার খান, যুগ্ম সম্পাদক সজল আশরাফনখান, আবুল হাসেম কাজী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সদস্য আবু জুনায়েদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।