কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আটজন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ওমর ফারুক বাবু (২৫),মোঃ ফারুক (২৮),মোঃ শাহিন (২৮),মোঃ ইউসুফ খান (৪৪),নাহিদ সরকার (৩০),মোঃ মিরাজ (২১),মোঃ অনি (২৮),মোঃ হাসান (২৩)।
র্যাব-১০ এর উপ-পরিচালক (অপ্স অফিসার) মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান র্যাব-১০ এর একটি অভিযানীর দল রাজধানীর যাত্রাবাড়ী আরৎ এলাকায় নিউ থ্রি-স্টার ফল মার্কেটের সামনে একটি অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন উক্ত ৮ জন পরিবহ চাঁদাবাজকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে আদায়কৃত ১৭ হাজার সাতশত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।