1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে।
প্রধান খবর:

নবাবগঞ্জে আচরণ বিধি লঙ্ঘন করে ভাইস চেয়ারম্যান প্রার্থীর সভা

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা করার অভিযোগ উঠেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের বিরুদ্ধে। রোববার বিকেল ৫টায় পুরাতন বান্দুরা এলাকায় বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় দেখা যায় আচরণ বিধি লঙ্ঘন করে ব্যানারে দেয়া হয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছবি যা সম্পুর্ণ নিষিদ্ধ। এর আগে একই ব্যানারের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু সরকার রাজন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব। এনিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, যেখানে আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত মানা হচ্ছে না সেখানে মানুষ বিভ্রান্ত হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে।
এব্যাপরে বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু সরকার রাজন বলেন, সালমান এফ রহমানের ছবি সংসদ সদস্য হিসেবে দেয়া হয়েছে অন্য কোন কারনে নয়। এসময় তিনি প্রার্থীর সাথে কথা বলতে বলেন।
আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভার বিষয়ে জানতে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, কোন প্রার্থীর প্রচারণায় বা সভায় এমপি বা মন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এমন কোন অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓