ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবুল হোসেন (৫৯) নামে এক মোটর সাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে পুলক হৃদয় (২৫) গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে উপজেলার বেনুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহত বাবুল হোসেন আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের সামছুদ্দিন মাদবরের ছেলে ও আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেনের ছোট ভাই।
নিহতের ফুপাতো ভাই মো. আফানূর জানান, ডাক্তার দেখাতে মঙ্গলবার সকালে মোটর সাইকেল যোগে ছেলে পুলক হৃদয়ের পিছনে বসে ঢাকায় যান বাবুল হোসেন। বাড়ি ফেরার পথে সন্ধ্যার পর বেনুখালী এলাকা দিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
রাত ১০টার দিকে গুরুত্বর আহতাবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বাবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। ছেলে পুলক হৃদয়ের হাত ভেঙে গেছে বলে তিনি জানান।