দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে “ দোহার অর্গানিক এগ্রো এর ৪র্থ বর্ষপূতি উপলক্ষে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়ায় সংগঠণের নিজ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ আনার কলি পুতুল। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন। এসময় বিভিন্ন দেশীয় অর্গানিক ফলের প্রদর্শনের মাধ্যমে সকলকে ফলের গাছ রোপণের আহ্বান জানানো হয়। এছাড়া জিরো বাজেট বনায়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা। পরে অতিথিদের মাঝে মৌসুমী ফল উপহার দেন আয়োজকরা।
দোহার অর্গানিক এগ্রো এর প্রতিষ্ঠাতা এডমিন নজরুল ইসলামের সভাপতিত্বে ও রাজিব শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আখতার ফারুক ফুয়াদ,নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা মুকুলসহ আরও অনেকে।