দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার ও নবাবগঞ্জে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি শেখ আনার কলি পুতুলের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দোহার উপজেলা প্রশাসনের সভাকক্ষে ও দুপুরে নবাবগঞ্জে ৯০ জন অসহায়দের মাঝে এ অর্থ বিতরণ করেন শেখ আনার কলি পুতুল এমপি। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন দেশ ও মানুষের উন্নয়ন হবে। পাশাপাশি ঢাকা-১ আসনের সাংসদ প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মাধ্যমে এই দুই উপজেলা মডেল উপজেলা হবে বলে ঘোষণা দেন তিনি। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুর হাসান সোহেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হাসানসহ আরও অনেকে।