দোহার প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুলহক বেপারীকে অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে তার নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। দোহার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিনের করা সভার বিপক্ষে পাল্টা প্রতিবাদ সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমিসহ আমাদের পরিবারের সবাই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যুদ্ধকারীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের সাথে আমি মুক্তিযুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র, গ্রেনেড, গুলা বারুদ নিয়ে সহযোগিতা করেছি। তার কাছে থেকে আমি ট্রেনিং নিয়েছি। সে সময় আমাদের বাসায় সকল মুক্তিযোদ্ধারা সকল প্রকার অস্ত্র রেখেছিলেন। কতিপয় কিছু মুক্তযোদ্ধারা আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভাবে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমাকে অমুক্তিযোদ্ধা বলে মিথ্যা অপ-প্রচার করেছেন।
তিনি আরও বলেন, রাষ্টীয়ভাবে সকল বৈধপন্থা অবলম্বন করে ইন্টারভিউর মাধ্যমে সকল প্রকার যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা গ্রেডে আমার নাম লিপিবদ্ধ হয়েছে। যারা ষড়যন্ত্র করে মিথ্যা সভা করেছে তাদের আইনের মাধ্যমে এর কঠিন জবাব দেয়া হবে। এসময় তিনি বিভিন্ন তথ্যদি সাংবাদিকেদের কাছে উপস্থাপন করেন।
উল্লেখ্য, গত রোববার (৭ জুলাই) দোহার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তি মোঃ নূরুলহক বেপারী অমুক্তিযোদ্ধা বলে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে সোসাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আলোচনার কেন্দ্রবৃন্দতে পরিনত হয়। এরই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুলহক বেপারী।