দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও শান্তি মিছিল করেছে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা।
বুধবার সকাল ১১ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাদদেশে সমাবেশ ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েব আমীর আল্লামা সাঈদ নূর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মুহাদ্দিস মাওলানা সালাহউদ্দিন, মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, মাওলানা আশরাফ আলী, জেলা হেফাজত নেতা মুফতি হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, রাজু, মেহরাব, মিজান প্রমূখ। এসময় বিভিন্ন মাদরাসা মসজিদের ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।