দোহার (ঢাকা) সংবাদদাতা.
ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের নয়াডাঙ্গি এলাকায় পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে দুইলাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, নয়াডাঙ্গিতে বীর মুক্তিযোদ্ধা লেবু মিয়ার কাছ থেকে একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন তিনি। পূর্বশত্রুতার জেরে সুজাপুর এলাকার ফিরোজ ও আরও চারপাঁচজন শুক্রবার রাত ১১ টার পরে তার পুকুরের বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং জাল উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ফিরোজকে আটক করা হয়। এসময় ফিরোজের সঙ্গীরা পালিয়ে যায়। পুকুরে প্রায় দুইলাখ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী আলমগীর।
স্থানীয়রা জানান,ঘটনার পর ৬নং ইউপি সদস্য মো.টুকু ঘটনাস্থল থেকে উদ্ধার করে মিমাংসার প্রস্তাব দেন। এবিষয়ে ইউপি সদস্য টুকু বলেন, আমি খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করি এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের প্রস্তাব দেই।
ঘটনার বিষয়ে অভিযুক্ত ফিরোজ হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, আমার ভাই স্থানীয় মামুনের কাছ থেকে ৪০ হাজার টাকায় ডাঙ্গা ভাড়া নিয়ে মাছ চাষ করে। আমাদের ডাঙ্গায় আলমগীর জাল ফেলে মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি জাল তুলে দিতেই আমাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়। এদিকে এমন ঘটনায় দুই এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।