নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া থেকে কক্সবাজার রুটে চালু হলো আইকনিক এক্সপ্রেসের এসি বাস সার্ভিস। বুধবার বিকেলে৫ জয়পাড়া বড়মাঠ সংলগ্ন জহির চেয়ারম্যান বাড়ির মোরে বাসটির উদ্বোধন করেন আইকনিক এক্সপ্রেসের সিইও মাওলানা ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন আইকনিক এক্সপ্রেসের ভাইস চেয়ারম্যান মুফতী তালুকদার তারিক মাসউদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মাসুম বিল্লাহ, পরিচালক মো. বিপ্লব হোসাইন, মো. আব্দুল মান্নান, জিএম মো. সেলিম ভূইয়া, মাওলানা জুবায়ের আহমেদ সাকী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় এসি ইকোনমিক ও স্লীপার কোচ দিয়ে দোহার থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বাস। কক্সবাজার থেকে রাত ১১টায় দোহারের উদ্দ্যেশে ছেড়ে আসবে বাসগুলো। দোহারে বাসের দায়িত্বে রয়েছেন মো. মাসুদ রানা ও তোফাজ্ঝল হোসেন তোবা।