দোহার ( ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী টিটু ভূইয়া জানান, বড় ইকরাশী মৌজায় তার বসতবাড়ির পেছনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছে স্থানীয় শফি মোল্লা,সালাম শিকদার, চিনু মোল্লাসহ আরও বেশ কয়েকজন। শনিবার সকাল থেকে জমিতে থাকা গাছপালা কেটে দখলে নেয়ার চেষ্টা করেন তারা। তিনি অভিযোগ করেন শফি মোল্লার কাছে থাকা দলিল সঠিক নয়। এনিয়ে টিটু ভূইয়ার পরিবারের পক্ষ থেকে দোহার থানায় একটি অভিযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। সরজমিনে গিয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে শফি মোল্লা জানান, তার চাচা কাঈয়ুম মোল্লা ১৯৮১ সালে খোকন শরিফের কাছ থেকে ১৩ শতাংশ জমি ক্রয় করে মাদ্রাসার নামে ওয়াকফ করে দেন। সেই জমি পরিমাপের জন্য এখানে কাজ করছেন। বিষয়টি নিয়ে বাধা আসায় তিনিও দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
ঘটনার বিষয়ে দোহার থানার এ,এস,আই- এস এম সোহেল জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। উভয় পক্ষকে জমির সঠিক কাগজ নিয়ে আসতে বলা হয়েছে। সমাধান না হলে তাদের আদালতের সহায়তা নিতে হবে।