দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায়। সে সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসায় সস্ত্রীক বসবাস করত বলে পারিবারিক সূত্র জানায়। নিহত আশরাফুল ইসলাম পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা শহরের এলাকার মাছ বাজারের নিকটে দুর্বৃত্তরা পলাশকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকার একটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করে। রোববার রাতে পলাশকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সে মারা যায়। নিহত পলাশের মামা শ্বশুর শফি জানায়, ঘটনার দিন সন্ধ্যার পলাশ বেউথা ব্রিজের নিচে একাকী বসে চটপটি খাচ্ছিল। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ডেকে মাছ বাজারে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ বিষয়ে মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, এ বিষয়ে হত্যা মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।