দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্তর থেকে উপজেলা প্রাঙ্গণ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এসময় তাকে পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ঘটনাস্থলে পৌছান ঢাকা জেলা সিভিল সার্জন ডা: মো.জিল্লুর রহমান ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। এসময় বিক্ষুব্ধ জনতা সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিনের বিষয়ে দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে লিখিতভাবে তার পদত্যাগ দাবি করেন। পরে সিভিল সার্জন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার ঘোষনা দেন। পাশাপাশি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দোহারে অতিরিক্ত দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন।