দোহার (ঢাকা) প্রতিনিধি.
দোহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যা পুনর্বাসনে ফেনীতে ঘর বিতরণ কর্মসুচী শুরু হয়েছে। ফেনী,নোয়াখালী,কুমিল্লায় আকস্মিক বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার উপজেলা শাখার গণ ফান্ড কর্মসূচীতে মোট ১,৯৫৮,১৫২ টাকা উত্তোলন করা হয় । জানা যায়, প্রথম বন্যার সময় উদ্ধারকাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টিমে এ আর শিপন, আদনান, আদর ইসলাম আকাশ, আরমান সেতু,আব্দুল হান্নান সোহাগের মাধ্যমে ৩ টি স্পিডবোট এবং মো: সোহেল,শান মাহমুদ,জোবায়ের , মো: রাসেল আহমেদের মাধ্যমে দোহার বাসীর সার্বিক সহযোগিতায় ১২০০ পরিবারের মাঝে ত্রান, পোশাক বিতরণ করা হয়। গন ফান্ডের আর্থিক দায়িত্বে থাকা বৈষময বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো: শহিদুল ইসলাম জানান গণ ফান্ডের মোট সংগ্রহিত ছিল ১,৯৫৮,১৫২ টাকা, এর মাঝে উদ্ধার কাজ ও ত্রান বাবদ খরচ হয়েছে ৯,০৬,১৮০ টাকা এবং অবশিষ্ঠ আছে ১,০৫২,০০০ টাকা। অবশিষ্ট টাকার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি মো: রাসেল আহমেদ বলেন, অবশিষ্ট যে ১,০৫২,০০০ টাকা ছিল তার মধ্য থেকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিনিধি মো:আদর ইসলাম আকাশের নেতৃেত্ব, আমির হামযা,জুবায়ের, নাবিল সহ ৫ জনের একটি টিম ফেনীতে পুনর্বাসনের কাজে পাঠানো হয়। এরইমধ্যে তিনটি ঘর পরিপূর্ণ ও দুটি ঘরের নির্মানের কাজ চলমান যার জন্য খরচ হয় ৬,০০,০০০ টাকা এবং অবশিষ্ট টাকা ও আমরা বন্যার্ত মানুষের জন্য খরচ করা হবে। এসময় তিনি, সার্বিক সহযোগিতার জন্য দোহার বাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।