নিজস্ব প্রতিবেদক.
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণের বাড়তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে। বাড়তি ফি আদায় করতে অনেক পরিবার হিমশিম খেতে হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, এ বছর এসসসসি পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ২১২০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ২২৪০ টাকা নির্ধারন করা হলেও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীদের নিকট হতে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সন্তানের ভবিষ্যদের কথা চিন্তা করে অনেকে বাড়তি ফি দিয়েই ফরমপূরন করেছেন। ৯ ডিসেম্বরের পর জরিমানা আদায় করতে হবে বলে তথ্যে জানা যায়।
একজন শিক্ষার্থীর অভিভাবক জানায়, সরকার নির্ধারিত ফি যোগাড় করতে কষ্ট হচেছ সেখানে বাড়তি ফি আদায় করাটা অনেক কঠিন হয়ে পড়েছে।
কাটালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ মুঠোফোনে জানান, পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য কোন অতিরিক্ত ফি নেয়া হয় না। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ২৬শ টাকা নেয়া হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: শাহজালাল জানান, আমার জানা নেই। কেউ যদি বাড়তি ফি আদায় করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।