নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহারে আগামী ২৬ জানুয়ারি রোববার কর্মীসভা ডেকেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক। জয়পাড়া কালেমা চত্ত্বরে বেলা ২টায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা আহ্বায়ক কমিটির সদস্য আঃ হাকিম। তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের কার্যক্রম আরও গতিশীল করতে কর্মীসভার আয়োজন করা হয়েছে। আগামীতে সুষ্ঠু ধারার রাজনীতি বজায় রাখতে তাদের কর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তিনি।