
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ .
জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করেছে গ্রামবাসী। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড় আটকিয়ে মানববন্ধন করে গোলড়া গ্রামের শত শত নারী পুরুষ। এতে প্রায় চার ঘন্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। স্থানীয় জনগনের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে মোটা অংকের টাকা খেয়ে আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে কোম্পানিগুলোকে রাতারাতি সড়কে পাকা দেয়াল তুলে দিয়েছে। যার কারনে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এ সময় স্থানীয় এলাকাবাসী বলেন , দীর্ঘ ১৭ বছর প্রভাবশালী কিছু স্থানীয় ব্যক্তিবর্গ ও তারাসিমা অ্যাপারেলস লিমিটেড এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের দুটি কোম্পানি তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। মনির হোসের নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এ রাস্তাটি আমাদের চলাচলের এক মাত্র মাধ্যম। কিন্ত স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে তারা প্রভাব বিস্তার করে এ রাস্তা বন্ধ করে দিয়েছে। আমরা এ রাস্তা অবমুক্ত না হওয়া পযন্ত মহাসড়কে মানববন্ধন চালিয়ে যাবো। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা আরিচা মহাসড়কের তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের সিমান্ত দ্বার ঘেষে এলাকাবাসীর চলাচলের জন্য সড়ক ছিলো। পরে কোম্পানী স্থানীয় ব্যক্তিদের সাহায্যে ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরী নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর এলাকাবাসী আগের সেই সড়ক পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীরা মহাসড়কে অবস্থান নেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।