নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদে সেবাগ্রহীতাদের কাছ থেকে জন্ম ও মৃত্যু সনদে টেবিলে টেবিলে টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন টেবিলে টাকা দেয়ার পর মিলছে কাঙ্খিত সেবা। টাকা নেয়ার পরও রয়েছে ভোগান্তির অভিযোগ।
জন্ম ও মৃত্যু সনদে সরকার ৫০ টাকা ফি নির্ধারণ করলেও তা মানছেন না রাইপাড়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা। দিন দিন বেপারোয়া হয়ে হয়ে উঠছে সেবাদাতারা। প্রতিদিন জন্ম ও মৃত্যু সনদ নিতে আসা লোকজনের কাছ থেকে পরিষদের উদ্যোক্তা যুথি আক্তার ও জামাল ২০০ টাকা এবং সচিব ১০০ টাকা আদায় করছেন। কেউ এ নিয়ে প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, যেখানে সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৫০ টাকা ফি নির্ধারণ করেছে সেখানে তারা ৩’শ টাকা থেকে আরো বাড়িয়ে নিচ্ছে সেবাগ্রহীতাদের কাছ থেকে।
রাইপাড়ার খবির উদ্দিন জানান, আমি মৃত্যু সনদের জন্য গেলে প্রথমে যুথি আক্তার আমার কাছ থেকে ১০০ টাকা নেয়, জামাল আবেদনের জন্য ১০০ টাকা এবং সচিব ১০০ টাকা নেয়। ১৫ দিন হয়ে গেছে এখনো আমি আমার মৃত্যু নিবন্ধন হাতে পায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, সরকার নির্ধারিত ফি’র বেশি আদায় করাটা এক ধরনের অপরাধ। আমি বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।