1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সংবাদ সম্মেলনে‘জুলাই এর গল্প’ আত্মপ্রকাশ - এশিয়া বার্তা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

দোহারে সংবাদ সম্মেলনে‘জুলাই এর গল্প’ আত্মপ্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থাণকে অক্ষতভাবে ইতিহাসে লিপিবদ্ধ রাখতে ও বিপ্লবীদের ত্যাগের গল্পকে চিরস্মরণীয় করে রাখতে টিম এলিসান শটস এর আয়োজনে ‘জুলাই এর গল্প’ নামক প্রথম এপিসোড আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে দোহার প্রেসক্লাবের হলরুমে এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা তাদের লিখিত বক্তব্য উল্লেখ করে বলেন, ১৫ বছরের দীর্ঘ ফ্যাসিবাদে রক্তে লাল হয়েছিল বাংলাদেশের রাজপথের জমিন। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২য় বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে লাখো লাখো মানুষের রক্ত, শ্রম ও ঘাম। প্রায় ২ হাজার মানুষ স্বতস্ফূর্ত আত্মবিসর্জন তথা শাহাদাতের মাধ্যমে আমাদেরকে বিজয় এনে দিয়েছে। আমরা সকল জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করি।

কিন্তু, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী ও পূর্বের ফ্যাসিবাদী গ্রুপ জুলাইয়ের এই অর্জনকে হেয় প্রতিপন্ন করছে, শহিদদের আপমানিত করছে। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। আবার কেউ কেউ জুলাইকে নিয়ে ক্রেডিটবাজি করছে, যা জুলাই-যোদ্ধা হিসেবে আমাদের জন্য মেনে নেয়া কষ্টকর এবং লজ্জার। বিধায় জুলাই যেন কারো কাছে বিক্রি না হয়ে যায়। বিশেষ কোনো গোষ্ঠী যেন জুলাইকে নিজেদের সম্পত্তি মনে করতে না পার। সেই তাড়না থেকে, জুলাইয়ের গল্পগুলো অক্ষতভাবে ইতিহাসে লিপিবদ্ধ রাখতে, একইভাবে বিপ্লবীদের ত্যাগ ও গল্পকে চিরস্মরণীয় রাখতে আমরা উদ্যোগ নিয়েছি জুলাইয়ের গল্প নির্মাণের। জুলাইয়ের গল্প অনুষ্ঠানের মাধ্যমে বিপ্লবীরা তাদের সাথে ঘটে যাওয়া গল্পগুলো জানাবে দেশবাসীকে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো জানান, সারাদেশের মতো দোহার-নবাবগঞ্জেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। দোহারের অনেক জুলাই যোদ্ধা জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে আন্দোলনে নেমেছিল। কেউ গুলিবিদ্ধ হয়েছে, কেউ কেউ নানাভাবে আহত হয়েছে, আবার কেউ জেল জুলুমের শিকার হয়েছে। সুতরাং তাদের গল্পগুলোকে প্রাধান্য দিয়ে সারাদেশের বিপ্লবীদের ত্যাগ ও আন্দোলনের গল্পগুলোকে আমরা ইনশা আল্লাহ তুলে আনব। এলিসান শটস এর আয়োজনে আজ (১৮ মে) প্রথম এপিসোড রিলিজ হতে যাচ্ছে। যার মিডিয়া পার্টনার নিউজ ৩৯। আজ হতে নিয়মিত গল্প আসবে।

এসময় উপস্থিত ছিলেন ‘জুলাই এর গল্প’ এর এপিসোড ডিরেক্টর আমির হোসেন শাফিন, প্রোগ্রাম প্ল্যানার মাসুদুর রহমান আদনান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাসেল হোসেন, প্রোডাকশন ম্যানেজার সোহেল বেপারী, লজিস্টিক হেড আসিফ সজল, আব্দুর রহমান শিপনসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓